Published : 30 Jun 2025, 04:18 PM
যুক্তরাজ্যের পশ্চিম ইয়র্কশায়ার কাউন্টির শহর ব্র্যাডফোর্ডে ‘রাস্তায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার’ দায়ে এক প্রবাসী বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছে ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্ট।
শুক্রবার আদালতের এই রায়ে ল্যাঙ্কাশায়ারের বার্নলিতে বসবাসকারী হাবিবুর রহমান মাসুমের (২৬) বিরুদ্ধে হত্যার পাশাপাশি মারধর, হুমকি ও ধাওয়া করার অভিযোগ আনা হয়।
গত বছর ৬ এপ্রিল ব্র্যাডফোর্ড শহরের একটি বাণিজ্যিক এলাকায় ঘটনাটি ঘটে। ‘দ্য টেলিগ্রাফ’সহ যুক্তরাজ্যের একাধিক গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
রায়ে বলা হয়, নিহত কুলসুমা আক্তার (২৭) সেদিন তার এক বন্ধু ও সাত মাস বয়সী সন্তানসহ কেনাকাটার উদ্দেশ্যে রাস্তায় বেরিয়েছিলেন। মাসুম তাকে ‘২৫ বারেরও বেশি ছুরিকাঘাত’ করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার আগে মাসুম শিশুটিকে নিজের দখলে নেওয়ার চেষ্টা করেন এবং পরে ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর শুরু হয় দেশব্যাপী তল্লাশি, যার মাধ্যমে মাসুমকে আটক করা হয়।
নিহত কুলসুমা আক্তার ওল্ডহ্যামে মাসুমের সঙ্গে বসবাস করতেন। পরবর্তী সময়ে ‘পারিবারিক সহিংসতার’ অভিযোগে তিনি ব্র্যাডফোর্ডের একটি নারী-আশ্রয়কেন্দ্রে চলে আসেন। সেখানে থাকার সময়েও মাসুম তাকে ‘ছুরি দেখিয়ে হুমকি’ দিয়েছিলেন।
বাংলাদেশে বিয়ে করে এই দম্পতি ২০২২ সালে যুক্তরাজ্যে আসেন। মাসুম তখন স্টুডেন্ট ভিসায় ছিলেন।
বিচার চলাকালে মাসুম দাবি করেন, “ঘটনার সময় তার মানসিক অবস্থা স্থির ছিল না এবং তিনি আত্মরক্ষার উদ্দেশ্যে ছুরি সঙ্গে রেখেছিলেন।”
ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের পক্ষ থেকে আইনজীবী ম্যারি ওয়ালশ বলেন, “মামলার সাক্ষ্যপ্রমাণে মাসুমের বিরুদ্ধে ধারাবাহিক নির্যাতনের চিত্র উঠে এসেছে।”
ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের গোয়েন্দা প্রধান পরিদর্শক স্টেসি অ্যাটকিনসন বলেন, “একটি শিশুকে সঙ্গে রেখে কুলসুমা আক্তারকে হত্যার ঘটনাটি প্রকাশ্য দিবালোকে সংঘটিত হয়। অভিযুক্ত ঘটনাস্থল ত্যাগ করেন, যেন কিছু ঘটেনি।”
তিনি আরও বলেন, আদালতের এই রায় ভুক্তভোগী পরিবারকে ‘আংশিক স্বস্তি’ এনে দিতে পারে।
হাবিবুর রহমান মাসুমের সাজা পরবর্তী শুনানিতে ঘোষণা করা হবে।