Published : 22 May 2025, 10:25 AM
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মজলিশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের।
নিহতরা হলেন, উপজেলার নিয়ামতপুর গ্রামের মো. ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম ও পিঠুয়া মাঝপাড়া গ্রামের মজু মিয়ার ছেলে ময়নুল করিম ইমন।
ওসি আবু তাহের বলেন, বুধবার রাতে ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইজাজুল ও ইমন। পথে মজলিশপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ দুজনের লাশ উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে বলে জানিয়েছেন ওসি।