Published : 28 Jun 2025, 12:17 AM
নাটোরের বড়াইগ্রামে বন্ধুর সাথে খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ইটের আঘাতে খুন হয়েছে আবির হোসেন নামে ৯ বছরের স্কুলছাত্র।
এ ঘটনায় তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার বিকালে বড়াইগ্রাম থানায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, শোভন চন্দ হোড়।
এর আগে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে নিখোঁজ থাকার পরে রাত সোয়া ৯টার দিকে বড়াইগ্রামের বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশনের সংলগ্ন নির্মাণাধীন মসলা মিলের পাশে ফাঁকা মাঠে ভুট্টার শুকনা গাছ দিয়ে ঢেকে রাখা স্কুলছাত্র আবিরের মাথা থেতলানো লাশ উদ্ধার করা হয়।
নিহত আবির বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা এলাকার মিলন হোসেনের একমাত্র ছেলে।
সে বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ কর্মকর্তা শোভন চন্দ্র হোড় বলেন, “প্রথমে আমরা সাইকেলটা পাই। এরপর ভূট্রার শুকনো গাছে ঢাকা মরদেহটি উদ্ধার করি। রাত ৩টার দিকে বেশ কয়েকটি অভিযানের পরে আমরা নিশ্চিত হই, যে ছেলেটি মারা গেছে আর যে মেরেছে দুইজনই মোবাইলে গেমস খেলে।
“যে ছেলেটি মারা গেছে তার বাবা তাকে একটি দামি ফোন কিনে দিয়েছিল। দাওয়াত খেয়ে আসার পথে ওই ফোনে ভিডিও গেমস খেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়। সেটির সূত্র ধরেই একজন আরেকজনকে ইটের টুকরা দিয়ে আঘাত করে, ফলে আবির মারা যায়।”
রাত ৪টার দিকে ওই ছেলেকে গ্রেপ্তারের তথ্য দিয়ে শোভন চন্দ্র বলেন, ওই মোবাইল ফোনটিও তার কাছে পাওয়া গেছে, সেও স্বীকার করেছে। ওরা ‘ফ্রি ফায়ার’ খেলে। খেলা নিয়েই দ্বন্দ্ব, মারামারি।
আবিরের স্বজনদের বরাতে ওসি গোলাম সারওয়ার শুক্রবার সকালে বলেন, দুপুরের খাবার খেয়ে বেলা ৩টার দিকে বাইসাইকেল নিয়ে আবির বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার দিকেও বাড়ি না ফেরায় স্বজনরা এলাকার আশেপাশে খোঁজ করে তার সন্ধান পায়নি।
পরে রাত ৮টার দিকে বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন বনলতা মসলা মিলের খোলা মাঠে তার বাইসাইকেল ও স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। রাত সোয়া ৯টার দিকে মশলা মিলের পাশেই ভুট্টার শুকনা গাছ দিয়ে ঢেকে রাখা অবস্থায় শিশুটির রক্তাক্ত লাশ পাওয়া যায়।
ওসি বলেন, এ ঘটনায় আবিরের বাবা মিলন হোসেন বাদি হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা করছেন।