Published : 06 Mar 2025, 03:24 PM
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পাহারাদারকে হত্যা করে একটি খামারের সাতটি গরু লুট করে নিয়ে গেছে একদল লোক।
বুধবার রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের খালেক আহমেদ শফিকের খামারে এ ঘটনা ঘটে বলে জানান দুর্গাপুর থানার ওসি মো. বাচ্চু মিয়া।
নিহত জয়নাল মিয়া (৬৫) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা। তিনি খামারটিতে রাতে পাহারাদারের চাকরি করতেন।
স্থানীয়দের বরাতে ওসি বাচ্চু মিয়া বলেন, রাতে দুর্বৃত্তরা খামারে ঢুকে প্রথমে জয়নালের গলা ও মুখ গামছা দিয়ে বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা খামারের সাতটি গরু লুট করে নিয়ে যায়। সকালে বাঁশের সঙ্গে জয়নালের লাশ বাঁধা দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ জয়নালের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি বাচ্চু মিয়া।
তিনি বলেন, ঘটনা তদন্তের পাশাপাশি দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ছাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।