Published : 26 Jun 2025, 07:22 PM
বরিশালে এইচএসসি পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে দায়িত্ব পালন করতে যাওয়া ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় এক শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে এসব তথ্য জানিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “আজকের পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ২৯ শিক্ষার্থী।”
তিনি বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের জায়গায় তাৎক্ষণিক নতুন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
বরিশাল বিভাগের ছয় জেলার ১৪৪টি কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষার্থী নেওয়া হচ্ছে। এরমধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল ৫৭ হাজার ৩৫৮ শিক্ষার্থীর। তার মধ্যে উপস্থিত হয়েছেন ৫৬ হাজার ৩২৯ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৮৩ শতাংশ।