Published : 26 Feb 2025, 02:20 PM
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ এক যুবকের লাশ জমি থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে পৌরসভার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের সড়কের পাশের জমি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান।
নিহত বেলাল হোসেন মোছাদ্দি (২১) ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতর এলাকার মিন্টু মোছাদ্দিরের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে ওসি বলেন, “ছাগলনাইয়া বাজারে মুদি দোকানে চাকরি করতেন বেলাল। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মঙ্গলবার রাত দশটায় বাড়িতে ফেরেন। এক ঘণ্টা পর বাড়ি থেকে বেরিয়ে পাশের একটি দোকানে যায়। পরে আর বাড়ি ফিরে আসেননি।
“বুধবার সকলে সড়কের পাশে বেলালের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশকে গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।”
বেলালের বাবা মিন্টু মোছাদ্দির বলেন, “দীর্ঘদিন আগে বেলালের মায়ের মৃত্যু হয়। আমাদের পারিবারিক কোনো শত্রুও নেই। ঘর থেকে রাতে বের হয়ে ছেলে আর ফেরেনি। সকালে তার মরদেহ উদ্ধার হয়েছে।
“কীভাবে বেলালের মৃত্যু হয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “বেলালের মরদেহ যেস্থানে পড়ে ছিল, তার পাশে গাঁজার পুঁটলি ও মাদক সেবনের কিছু উপকরণ পাওয়া গেছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।”
তিনি বলেন, বেলালের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তে বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।