Published : 05 Dec 2023, 10:11 PM
গার্ডের অনুপস্থিতির কারণে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশন থেকে একটি ট্রেন নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা পর ছেড়েছে। এ কারণে দায়িত্বপ্রাপ্ত গার্ডকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।
সাময়িক বরখাস্ত গার্ড কিশোর দাস মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সমতট এক্সপ্রেস ট্রেনটি নিয়ে কুমিল্লা থেকে নোয়াখালী উদ্দেশে যাত্রার কথা ছিল। পরে তার পরিবর্তে গার্ড ওমর ফারুক ৭টার দিকে ট্রেনটি নিয়ে গেছেন বলে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মাহবুবুর রহমান জানান।
তিনি বলেন, “সমতট এক্সপ্রেস ট্রেনের গার্ড কিশোর দাস কোনো প্রকার যোগাযোগ ছাড়াই অনুপস্থিত থাকেন। কী কারণে তিনি অনুপস্থিত ছিলেন তা আমাদের জানা নেই।
“আমি বিষয়টি বিভাগীয় কর্মকর্তাদের অবগত করলে, রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা গার্ড কিশোর দাসকে সাময়িক বরখাস্ত করেন।”
লাকসাম রেলওয়ে জংশনে কর্মরত একাধিক ব্যক্তি জানান, প্রতিদিন সন্ধ্যা ৬টায় নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যায় সমতট এক্সপ্রেস। প্রতিদিনের মতই মঙ্গলবার সন্ধ্যায় ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিল।
ছাড়ার অপেক্ষায় ছিলেন যাত্রীরাও। সবকিছু ঠিকঠাক থাকলেও ট্রেনের দায়িত্বরত গার্ড কিশোর দাস কর্তৃপক্ষের সঙ্গে কোনোপ্রকার যোগাযোগ ছাড়া অনুপস্থিত ছিলেন। বারবার তার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করার পরও ব্যর্থ হয় কর্তৃপক্ষ।
এতে ট্রেনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।