Published : 11 Jun 2025, 11:40 AM
ময়মনসিংহে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৯ যাত্রী।
বুধবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন।
নিহত মো. মঞ্জুরুল হাসান (৪১) শেরপুরের শ্রীবরদীর বাসিন্দা। তিনি জুনায়েদ এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসের চালকের সহকারী ছিলেন।
ওসি ফিরোজ হোসেন বলেন, জুনায়েদ এক্সপ্রেস বাসটি শেরপুর থেকে ছেড়ে এসে ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে পৌঁছায় বাসটি।
এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপরে উঠে পড়ে এবং ডিভাইডার ভেঙে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মারা যান।
এসময় অন্তত ১৯ যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, “আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে শিশুসহ সাত জনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।”
ওসি ফিরোজ হোসেন বলেন, চলন্ত অবস্থায় বাসটির চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।