Published : 23 Mar 2025, 12:39 AM
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত এবং আরেকজনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে জেলা বিএনপি।
শনিবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত আলাদা চিঠিতে এমন পদক্ষেপ নেয় দলটি।
তাদের মধ্যে কাজিপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত এবং জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
চিঠি হাতে না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের চিঠি দেখার কথা তুলে ধরে বাবলু বলেন, “এটা আমার প্রতি অন্যায় করা হয়েছে। তবুও মেনে নিয়েছি।”
পদ স্থগিত করে বাবলুকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ”আধিপত্য বিস্তারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, দলীয় কোন্দল সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হল।”
অপরদিকে নাজমুলকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ’আর্থিক লেনদেনের মাধ্যমে মামলাবাজির মত অনৈতিক’ কাজে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর লিখিত জবাব জেলা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে নাজমুলের বক্তব্য জানা যায়নি।