Published : 16 Jul 2024, 10:47 PM
কোটা সংস্কারের দাবিতে নওগাঁ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন পাঁচ শিক্ষার্থী।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কোটা সংস্কারের দাবি এবং ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নওগাঁ মেডিকেল কলেজ চত্তরে (অস্থায়ী ক্যাম্পাস) এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী মারুফ বিল্লাহ ও আনিছুর রহমান বলেন, মানববন্ধন শুরুর কিছুক্ষণের মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে শ্লোগানসহ স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ওপর চড়াও হয়। হামলাকারীরা মানববন্ধনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। হামলায় কমপক্ষে পাঁচজন সাধারণ শিক্ষার্থী আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আতিকুর রহমানকে নওগাঁ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তারা।
শিক্ষার্থীরা এ ঘটনার নিন্দা ও বিচার দাবি করেন একইসঙ্গে কোটা সংস্কার আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল দুঃখ প্রকাশ করে বলেন, “ঘটনাটি অনাকাঙ্খিত।এর জন্য শুধু ছাত্রলীগকে দোষারোপ করা ঠিক নয়। তাদেরও উস্কানীমূলক বক্তব্যের কারণে বহিরাগতরাও এই হামলা করে থাকতে পারে।
“আমরাও কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার চাই। আমরা সব সময় শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সঙ্গে আছি।”
এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, “নওগাঁ মেডিকেল কলেজের ঘটনার বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেননি। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।”