Published : 04 Jul 2025, 09:30 PM
বরিশালের উজিরপুরে খ্রিষ্টান পল্লীতে হামলা-অগ্নিসংযোগ ও লুটের মামলা থেকে মূল আসামিকে বাদ দেওয়ার অভিযোগ করেছেন বাদী।
শুক্রবার বিকেলে খ্রিষ্টান পল্লীতে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন মামলার বাদী অধরা বাড়ৈ।
তিনি বলেন, ১ জুলাই রাত ২টার দিকে তার ঘরে দরজায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার শব্দ পান। তখন ডাক-চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসেন। তারা এলে দেখতে পান, ঘরের পিছনে ছাগলের খামারে আগুন জ্বলছে। সেখানে ছুটে গিয়ে তারা আগুন নিভিয়ে ফেলেন।
পরে খামারে থাকা ৩৮ ছাগলের মধ্যে ১৮টি পাননি। একটি ছাগল পুড়ে মারা গেছে। ফেরার পথে দেখতে পান, আবাদ করা পেঁপে ধরা শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। তখন ৯৯৯ এ কল করলে থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
থানায় গিয়ে অভিযোগ দেয়া হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পাওয়া মোবাইল ফোন সেটের মালিককে শুধু আসামি করে মামলা নিয়েছে।
অধরা বাড়ৈ অভিযোগ করেন, “পুলিশ লোক দেখানো মামলা নিয়েছে। যার কারণে প্রতিপক্ষ তাকে হুমকি দিচ্ছে।”
ন্যায়বিচার পেতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে যাবেন বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালামের মোবাইল ফোনে কল করলে সেটি এসআই জ্যোতির্ময় ধরেন। তিনি বলেন, “বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে পরে কথা বলব।”
আরও পড়ুন:
বরিশালে খ্রিষ্টান পল্লীতে হামলা-অগ্নিসংযোগ, খামারের ছাগল লুট