Published : 30 Mar 2025, 08:07 PM
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৯৫ কেজি ওজনের একটি বাঘাড়; যেটি দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।
রোববার দুপুরে এক জেলের ফাঁসি জালে মাছটি ধরা পড়ে বলে জানান ঘাটের ইজারাদার ফুল মিয়া।
তিনি বলেন, মাছটিকে ঘিরে উৎসুক মানুষ ভিড় জমান। পরে বিকালে স্থানীয় বাজারে মাছটি কেটে দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।
চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান মিঞা বলেন, “চিলমারীতে মাঝে-মধ্যে বিভিন্ন জাতের বড় বড় মাছ ধরার খবর আসে। এতে বোঝা যায়, এ উপজেলার নদ-নদী এখনও মৎস্য সম্পদে সমৃদ্ধ।”