Published : 31 Mar 2025, 12:55 PM
যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকার সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে মোটরসাইকেল ও ‘হত্যার কাজে ব্যবহৃত’ মেহগনি গাছের কাঠের টুকরা।
রোববার রাতে উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের শফি ইটভাটা সংলগ্ন সেতাই বালুন্ডা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম।
নিহত ২৫ বছরের জামাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাদপুর গ্রামের আইয়ুব হোসেনের ছেলে।
ওসি রবিউল বলেন, “স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ভিকটিমের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এসময় লাশের পাশে একটি কালো রংয়ের মোটরসাইকেল, হত্যার কাজে ব্যবহৃত কিছু মেহগনি গাছের কাঠ পড়ে থাকতে দেখা যায়।
ওসি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছে- নিহত যুবক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলসহ মাদকদ্রব্য বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারীর কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন।
তার নামে কোনো মামলা আছে কিনা তা জানতে সংশ্ষ্টি থানায় খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে ওসি বলেন, “সন্দেহভাজন হিসেবে কাদপুর গ্রামের আলী হোসেন খাঁর ছেলে জাহিদ হাসানকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। ”