Published : 29 May 2025, 07:01 PM
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্ত দিয়ে আরও নয় নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান।
“ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে এই পুশইন করে। দুপুরে তাদেরকে আটক করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি।”
আটক হওয়ারা হলেন- বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা. আমিরন বেগম (৪৫), মেয়ে রুমি খাতুন (২০), জামাতা আপেল (২৯), মোছা. মিনা বেগম (৩০)। বাকি চারজন শিশু। তাদের সবার বাড়ি ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বজরের খামার এলাকায়।
ফুলবাড়ী থানার ওসি আব্দুস সালাম বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।