Published : 25 Jun 2025, 09:30 PM
সাতক্ষীরায় আধা কেজি ওজনের ছয় টুকরো সোনাসহ নারীকে আটক করেছে বিজিবি। ওই নারী সোনাগুলো ভারতে পাচারের জন্য বহন করছিলেন বলে দাবি বিজিবির।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বিজিবির এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সকালে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের আলীপুর এলাকা থেকে সোনাসহ নারীকে আটক করা হয়।
আটক নাসরিন নাহার (৩০) সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ভোমরার টাওয়ার এলাকার বাসিন্দা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, আটক নারীকে রাতেই সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হবে। এছাড়া জব্দ সোনা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার চালান সাতক্ষীরা এলাকা থেকে ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়ার গোপন খবর পায় বিজিবি।
তখন সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ বাঁকাল তল্লাশি চৌকির একটি দল সকালে সদর উপজেলার আলীপুর এলাকায় অবস্থান নেয়।
তখন ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন হিসেবে নাসরিন নাহারকে আটক করে বিজিবি। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫১৭ দশমিক ৮৫ গ্রাম ওজনের ছয় টুকরো সোনা জব্দ করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৭৬ লাখ ৬৪ হাজার টাকা।