Published : 22 Jun 2025, 05:07 PM
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার জামছড়ি এলাকায় সীমান্ত পিলার ৪৪ নম্বর সংলগ্ন জিরো লাইনে এ ঘটনা ঘটে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ওসি মশরুরুল হক।
আহত আরাফাতুল ইসলাম বাদল (১৭) সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামছড়ি এলাকার খুইল্যা মিয়ার ছেলে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, “সকালে বাদল সীমান্তে তার বাবার সঙ্গে বাঁশ সংগ্রহ করতে যায়। এ সময় বাঁশঝাড়ে পুঁতে রাখা মাইনে ওপর পা পড়লে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।”
বাদলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ওসি মশরুরুল হক বলেন, সীমান্তে বাঁশ কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়েছে। এর আগেও মিয়ানমারের সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিকের হতাহতের ঘটনা ঘটেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “ঘটনাটি শুনেছি। তবে আহত কিশোরের সম্পর্কে বিস্তারিত কিছু জানা নাই।”