Published : 23 May 2025, 01:28 PM
নেত্রকোণার দুর্গাপুরে কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার সাঁটানো নিয়ে দ্বন্দ্বে এক বিএনপি নেতার বাড়িতে হামলায় তার ভাতিজা নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত জন।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পূর্ব বাকলজোড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান
নিহত শফিকুল ইসলাম (৪০) ওই এলাকার মৃত তারাব উদ্দীনের ছেলে। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদের ভাইয়ের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, আসন্ন কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে দুর্গাপুর ও আশপাশের বেশকিছু এলাকায় পোস্টার সাঁটানোর জন্য পাঠিয়েছিলেন বিএনপি নেতা হামিদুর রহমান রাশেদ।
তার অনুসারীরা বৃহস্পতিবার দুর্গাপুর বাজারসহ বিভিন্ন এলাকায় ওই পোস্টার সাঁটাতে গেলে বিএনপিরই কয়েকজন নেতাকর্মী তাতে বাধা দেন। বাধা দেওয়া কর্মীরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
পোস্টার লাগানোর এ বিরোধের জেরে রাতে পূর্ববাকলজোড়া গ্রামে হামিদুর রহমান রাশেদের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করারও অভিযোগ উঠেছে।
ওসি মাহমুদুল হাসান বলেন, হামিদুর রহমান রাশেদের বাড়িতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে মারা যান শফিকুল ইসলাম সফু। এ সময় আহত হন সাত জন৷
নিহতের মরদেহ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এই বিষয়ে জানতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
তবে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।