Published : 26 Jun 2025, 01:02 PM
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার মধ্যে দেশে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এ পরীক্ষায় স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসন।
এর মধ্যে কুমিল্লায় কোভিড আক্রান্ত এক পরীক্ষার্থীর জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার চান্দিনা উপজেলায় চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ কেন্দ্রে করোনাভাইরাসে আক্রান্ত একজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।
এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হক বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত পরীক্ষার্থীর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এখানে আলাদা পরিদর্শকও রয়েছে। আমরা আক্রান্ত পরীক্ষার্থীকে সবার পরে কেন্দ্রে প্রবেশ করিয়েছি এবং সবার পরে কেন্দ্র থেকে বের করব।”
বৃহস্পতিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, কেন্দ্রের নিরাপত্তা, অনিয়ম প্রতিরোধ এবং স্বাস্থ্যবিধি মানিয়ে চলতে প্রশাসন সর্বোচ্চ কঠোর আছে।
বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, গত এসএসসি পরীক্ষার অভিজ্ঞতার পর্যালোচনায় এই এইচএসসি পরীক্ষায় নকল প্রতিরোধে শিক্ষার্থী এবং কেন্দ্র তত্ত্বাবধায়কদের প্রতি আগে থেকেই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নকলের মত অনিয়ম রোধে এবার কুমিল্লা বোর্ডে বাদ দেওয়া হয়েছে নিজস্ব 'ভেনু সেন্টারও'।
নকলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে শিক্ষার্থী ছাড়াও কেন্দ্র তত্ত্বাবধায়ক ও পরিদর্শকদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, যারা পরিদর্শক তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রে নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের জন্য। তারা যদি দায়িত্বে অবহেলা করেন তাদের বিরুদ্ধেও বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখায় এসে এসব কথা বলেন তিনি ।
ঝরে পড়েছে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী
বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে বৃহস্পতিবার সকাল ১০টায় ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছ।
এর মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৯২টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১ হাজার ৭৫০ শিক্ষার্থী।
তবে এ পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ঝরে পড়েছে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আছে ছয়টি জেলা- কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান।
এসব প্রতিষ্ঠানের ১ লাখ ২৭ হাজার ১৯০ জন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি ২৫ হাজার ৪৪০ জন।