Published : 13 Jun 2025, 07:53 PM
ময়মনসিংহের ভালুকায় দোকানে ঢুকে পিস্তল দেখিয়ে দোকানির কাছে টাকা চাওয়ার সময় দুই কিশোরকে আটক করেছে স্থানীয়রা।
শুক্রবার সকালে উপজেলার জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেইট এলাকায় একটি ক্রোকারিজের দোকানে এ ঘটনা ঘটে বলে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান।
তবে পিস্তলটি খেলনা বলে জানিয়েছে পুলিশ।
আটক ১৬ ও ১৭ বছর বয়সি দুই কিশোরের বাড়ি জেলার গফরগাঁও উপজেলার বারোবাড়ী ও চারিপাড়া এলাকায়।
ওই দোকানের মালিক মেহেদী হাসান বলেন, “তিন কিশোর অতর্কিত দোকানে এসে ঢোকে। একজন কোমর থেকে পিস্তল বের করে গ্লাসের উপর রাখে; তখন আমি ক্যাশে বসা। তারা দোকান বন্ধ করতে হুমকি দিয়ে বলে ‘যা আছে তাড়াতাড়ি বের করে দে’। তখন স্থানীয়দের সহযোগিতায় দুই কিশোরকে আটক করি। অন্যজন দৌড়ে পালিয়ে যায়। পরে আটকদের যৌথবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।”
ওসি হুমায়ুন কবির বলেন, “ঘটনায় জড়িতরা কিশোর। তাদের এমন কাণ্ড ঘটানোর পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মামলাও নেওয়া হচ্ছে।”