Published : 16 Jun 2025, 08:00 PM
পঞ্চগড়ে অতিরিক্ত মাত্রায় হর্ন ব্যবহার করে শব্দ দূষণের দায়ে ছয় পরিবহন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান।
শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় পাঁচ ট্রাক চালক এবং একজন বাস চালককে মোট ছয় হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ ছাড়া নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
আদালত পরিচালনার সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. মিজানুর রহমান, সারোয়ার আলম ও মো. আরিফ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া পুলিশের সদস্যরা এতে সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।