Published : 18 Apr 2025, 09:38 PM
রাজবাড়ীর চরাঞ্চলে ঘাস কাটার সময় সাপের ছোবলে এক নারী আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজলিসপুর চরে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
আলেকা বেগম (৪০) নামে ওই নারী একই ইউনিয়নের বাহেরচর এলাকার জব্বারের স্ত্রী।
স্থানীয় হাসেম সরদার বলেন, ওই নারী সকালে গরুর ঘাস কাটতে মজলিসপুর চরে যান। এক পর্যায়ে তার পায়ে একটি সাপ ছোবল দেয়।
সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করলে আশপাশে থাকা লোকজন এগিয়ে যান। কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন আলেকা বেগম।
তাৎক্ষণিক তাকে ট্রলারে করে পাড়ে নিয়ে এসে হাসপাতালে পাঠানো হয়।
কাশেম প্রামানিক নামে আরেকজন বলেন, “মাঝে-মধ্যে চরে রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে। গত দশ দিনে তিন-চারজনের সাপে ছোবল দিছে। আমরা তো এহন ভয়ে আছি । মাঠে ধান পেঁকে যাচ্ছে, কাটতে ভয় লাগবে।”
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সরিফুল ইসলাম বলেন, “সাপের কামড়ে আহত এক নারীকে দুপুরে নিয়ে আসেন স্থানীয়রা। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দিয়েছি।”
এক প্রশ্নের জবাবে সরিফুল ইসলাম বলেন, “হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। কিন্তু রোগীর শরীরে অ্যান্টিভেনম দেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবেলায় আমাদের কোনো ব্যবস্থা নেই। তাই রোগীকে ফরিদপুরে পাঠানো হয়েছে।”
তিনি বলেন, “কী ধরনের সাপের কামড়ে ওই নারী আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিষধর সাপ কামড় দিয়েছে।”
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, “কয়েক বছর ধরেই বর্ষা মৌসুমের আগে চরাঞ্চলে সাপের উপদ্রব বেড়ে যায়। সাপ থেকে বাঁচতে স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ বিভাগ ও কৃষকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি চালানো হবে। সেইসঙ্গে কৃষকদের মাঝে গামবুট ও হ্যান্ডস গ্লোভস বিতরণ করা হবে।”