Published : 15 May 2025, 05:35 PM
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে গোয়েন্দা কর্মকর্তার মিথ্যা পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। যিনি চোরাচালানোর সঙ্গে জড়িত থাকলেও বিজিবি সদস্যদের ‘ভুয়া তথ্য’ দিয়ে হয়রানি করতেন।
বুধবার মধ্যরাতে উপজেলার সীমান্তবর্তী যশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
আটক মো. জয়নাল আবদীন (৪০) ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর এলাকার মুন্সি আবুল খায়েরের ছেলে।
বিজিবির যশপুর বিওপি ক্যাম্প কমান্ডার মো. শাহাজাহান জানান, জয়নাল আবদীন নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের লোগো ব্যবহার করে নিজেকে সংস্থাটির সোনাগাজী উপজেলার কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন।
“কিছুদিন ধরে সেই নম্বর ব্যবহার করে বিজিবি সদস্যদের ভুয়া তথ্য দিয়ে হয়রানি করছিলেন তিনি। সীমান্তে চোরাই পথে অবৈধভাবে মালামাল ঢুকছে দাবি করে সতর্ক অবস্থান নিতে বিজিবিকে চাপ সৃষ্টি করতেন তিনি।”
ক্যাম্প কমান্ডার শাহাজাহান আরও বলেন, “বিষয়টি নিয়ে বিজিবির সন্দেহ হলে তার অবস্থান শনাক্ত করে বুধবার মধ্যরাতে তাকে ছাগলনাইয়ার যশপুর এলাকা থেকে আটক করা হয়।
“পরে খোঁজ নিয়ে জানা যায়- ভুল তথ্য দিয়ে বিজিবিকে হয়রানির সুযোগে তিনি নিজেই চোরাচালান কারবারিদের সঙ্গে হাত মিলিয়ে সীমান্তে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।”
লেফটেন্যান্ট কর্নেল মোশারফ বলেন, “আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ দিয়ে তাকে ছাগলনাইয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”