Published : 08 Aug 2023, 06:51 PM
কক্সবাজারের রামুতে বন্যার পানিতে ডুবে এক শিশু এবং পেকুয়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে রামুর রাজারকুল ইউনিয়নের মৌলভীপাড়ায় শিশুটির এবং পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের হরিনাফাঁড়ি এলাকায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই ইউএনও।
নিহত শিশুটির নাম সামিয়া (২), সে সৌদী প্রবাসী মৌলভী ওবাইদুল হকের মেয়ে। সাপের কামড়ে নিহত ব্যক্তির নাম নাছির উদ্দিন (৫৫)। পেকুয়া আন্নর আলী মাতবরপাড়া এলাকার মৃত আলী আহমদের ছেলে নাছির উদ্দিন স্থানীয় বাজারে ক্রোকারিজের ব্যবসা করতেন।
বন্যার পরিস্থিতিতে রামুতে পানিতে ডুবে এক শিশু এবং পেকুয়ায় সাপের কামড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
এর মধ্যে মঙ্গলবার সকালে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলভীপাড়ায় বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ২ বছর বয়সী শিশু সামিয়া। সামিয়া সৌদী প্রবাসী মৌলভী ওবাইদুল হকের শিশু মেয়ে।
শিশুটির মা উম্মে হাবিবার বরাত দিয়ে রামুর ইউএনও ফাহমিদা মুস্তফা জানান, বাড়ির উঠানে বন্যার পানির কারণে ঘরের ভেতরেই খেলা করছিল সামিয়া। খেলতে খেলতেই এক পর্যায়ে সে উঠানের দিকে চলে যায় এবং ডুবে মারা যায়।
অন্যদিকে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ব্যবসায়ী নাছির উদ্দিনের বসতবাড়ি ডুবে গেছে। সকালে ঘর থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। দ্রুত তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমা জানান, পেকুয়া সদরের সব কবরস্থান পানিতে তলিয়ে যাওয়ায় নাছির উদ্দিনের মরদেহ দাফনের জন্য বিকল্প স্থান খোঁজা করা হচ্ছে। জনপ্রতিনিধি ও পরিবারকেও বিকল্প স্থানে দাফনের বিষয়ে বলা হয়েছে।