Published : 05 Jul 2023, 11:11 AM
শেরপুরে সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার ধলা ইউনিয়নের চান্দেরনগর গেরামারা গ্রামে সকালে এই হামলার পর দুপুরে ওই কৃষকের মৃত্যু হয়। এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান শেরপুর সদর থানার এসআই মাইনুল রেজা।
নিহত শাহজামাল (৩৫) ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি কৃষি কাজে জড়িত ছিলেন।
আহতরা হচ্ছেন শাহজামালের ছোট ভাই নূর হোসেন (১৮) ও ছোট বোন জামাই তরিকুল ইসলাম (২৬)। আহতরা শেরপুর জেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের বরাতে এসআই রেজা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে চান্দেরনগর গেরামারা গ্রামের চাঁন মিয়ার সঙ্গে তার নিকটাত্মীয় মোফাজ্জল হোসেন ও মিয়ার উদ্দিনের বিরোধ চলছিল। কয়েক দিন আগে চাঁন মিয়া জমির বিরোধপূর্ণ সীমানায় একটি গাছ লাগান।
এর জের ধরে মঙ্গলবার সকাল ৭টার দিকে চাঁন মিয়ার ছেলে শাহজামালের সঙ্গে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের নেতৃত্বে ২৫-৩০ জন লোক দা, লাঠি, ফালাসহ দেশিয় অস্ত্র নিয়ে শাহজামালের ওপর হামলা করেন।
এতে শাহজামাল গুরুতর আহত হন।তাকে বাঁচাতে এগিয়ে গিয়ে আহত হন দুইজন।
পরে আশঙ্কাজনক অবস্থায় শাহজামালকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও বেলা ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এসআই রেজা আরও বলেন, পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত শাহজামালের মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।