Published : 12 Mar 2025, 10:46 AM
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে টহল দেওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আাহত হয়েছেন আরেক সদস্য।
মঙ্গলবার রাতে বারোপোতা পুটখালী সড়কের মসজিদ বাড়ি পোস্ট থেকে আনুমানিক ৮০০ গজ দূরে আহমদ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান।
নিহত বিজিবি সিপাহী মোজাম্মেল হোসেন (২৮)।
এ ঘটনায় আহত হাবিলদার মো. দেলোয়ার হোসেনকে (৩৮) যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা দুজনই খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোলের পুটখালী বিওপিতে দ্বায়িত্বরত ছিলেন বলে পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ জানান।
খুলনা ২১-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, “গোপন সংবাদে মাদক আটকের জন্য দেলোয়ার হোসেন ও মোজাম্মেল হোসেন মোটরসাইকেলে করে বারোপোতা বাজারে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।
“এ সময় বিজিবি সদস্যরা মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।”
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুভেন্দু বিশ্বাস বলেন, “গুরুতর আহত অবস্থায় দুই বিজিবি সদস্যকে হাসপাতালে নিয়ে আসার হয়। প্রাথমিকভাবে পরীক্ষা করে বিজিবি সিপাহী মোজাম্মেল হক নামে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।”
আহত হাবিলদার দেলোয়ার হোসেনের শারীরিক অবস্থাও গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সুভেন্দু।