Published : 10 Nov 2024, 09:58 PM
বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তিনি বলেছেন, “হাসিনাবিরোধী আন্দোলনে যারা ছিলেন সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে। শেখ হাসিনা দেশকে যেখানে নিয়ে গেছেন, সেখান থেকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্য ছাড়া সম্ভব হবে না।”
রোববার বিকালে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কুমিল্লা বিভাগীয় বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বরকত উল্লাহ বুলু বলেছেন, ভোটের অধিকার আদায়ের জন্য দেশের আপামর জনসাধারণ আন্দোলন সংগ্রাম করেছে। জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তাই কারো ষড়যন্ত্রে পা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না।
“তারেক রহমান দুই বছর চেষ্টা করে ৩১ দফা প্রণয়ন করেছেন। রাষ্ট্রের এমন কোনও বিষয় নেই, যা এতে নেই। এটাই সংস্কারের মূল। এটা আমরা পার্লামেন্ট থেকে পাস করাব”, বলেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনবার্সন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভাইয়া।
উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান, সদস্যসচিব এ এফ তারেক মুন্সী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক আবদুল মান্নান।
সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইফসুফ মোল্লা টিপু।
সভা শেষে নগরীর কান্দিরপাড় এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।