Published : 04 Aug 2024, 02:25 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগের মধ্যে ফরিদপুরে আওয়ামী লীগ-যুবলীগের দলীয় কার্যালয়, রাজেন্দ্র কলেজের ছাত্রসংসদ ভবনে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার সময় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় ক্যাম্পাসে।
এসময় সেখানে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু মিছিল এসে জড়ো হয়। পরে কয়েক হাজার বিক্ষোভকারী সেখান থেকে একটি মিছিল বের করেন। মিছিলে তাদের হাতে লাঠি-সোটা দেখা যায়।
বিক্ষোভকারীরা ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে শহরের ভাঙা রাস্তার মোড় হয়ে মুজিব সড়ক দিয়ে লাভলু সড়কে গিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে।
আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা প্রতিরোধ করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাদের পিটিয়ে-আহত করে সরিয়ে দেয়। পরে কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। পুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক মোটরসাইকেল।
পরে বিক্ষোভকারীরা মুজিব সড়কে দিয়ে ব্রহ্মসড়ক দিয়ে সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদ রুকসু ভবনে হামলা ও অগ্নিসংযোগ করে জেলখানার পেছনের সড়কে অবস্থান নেয়।
এসময় তারা চকবাজারে যুবলীগের কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করে। আন্দোলনকারীরা শহরের বিভিন্ন স্থানে অগাস্ট মাস উপলক্ষে নির্মিত তোরণ, বিল বোর্ড ও ব্যানার ভাঙচুর করে।
এর কিছুক্ষণ পর কোটচত্ত্বর এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের বাধা পেয়ে তারা শহরের জনতা ব্যাংক মোড়ে গিয়ে অবস্থান নেয়।
বেলা ১টা পর্যন্ত বিক্ষোভকারীরা জনতা ব্যাংক মোড়ে মুজিব সড়কে অবস্থান করছিলেন । অপরদিকে পুলিশ সদস্যরা কিছুটা দূরে অবস্থান নিয়েছে।