Published : 19 Apr 2025, 10:19 AM
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশের ভুট্টা ক্ষেত থেকে যুবককে ধরে নিয়ে ভারতীয় নাগরিকরা তাদের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের ডাঙ্গাটারী সীমান্ত এলাকার ৮০১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানান রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম।
আটক আজিনুর রহমান (২৪) ডাঙ্গাটারী গ্রামের নূর হাসানের ছেলে।
স্থানীয়দের বরাতে বাউরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আশাদুল হক জানান, আজিনুর গবাদিপশুর খাবারের জন্য তার মায়ের সঙ্গে ভুট্টা ক্ষেতে পাতা ছেঁড়ার কাজে যান। এ সময় কয়েকজন ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায় এবং ভারতের মেখলিগঞ্জ উপজেলার বি আরকা বাড়ী বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে।
এ ঘটনার পরপরই সীমান্তে এলাকায় উত্তেজনা দেখা দেয়। লাঠিসোঠা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন বিক্ষুব্ধ স্থানীয়রা।
এ বিষয়ে শনিবার সকালে বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম বলেন, “আমরা আজিনুরকে ফেরত আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনার পরপরই ভারতীয় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। আজ (শনিবার) বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।”
আরও পড়ুন
বিএসএফের গুলিতে নিহত হাসিবুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবককে বিএসএফের নিয়ে যাওয়ার খবর