Published : 18 May 2025, 10:10 PM
ঢাকায় গ্রেপ্তার কুষ্টিয়া আওয়ামী লীগের তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
এই তিন নেতা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওমর ফারুক (৪৭), পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু (৫৫) এবং পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন (৪৬)।
রোববার বিকালে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান।
তিনি বলেন, শনিবার রাতভর ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়া আদালত পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মাহমুদা সুলতানার আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাদের কারাগারে পাঠিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার এসআই খাইরুজ্জামান বলেন, রেজাউল ইসলাম বাবু একটি হত্যা মামলার আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এ ছাড়া চলতি বছরের ১৮ এপ্রিল কুষ্টিয়া মডেল থানার একটি নাশকতার মামলার চালকল মালিক ওমর ফারুক ও যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।