Published : 17 Apr 2023, 09:37 AM
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলেধরা সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া বলেন, ভাঙ্গার পুখুরিয়ার নাজিরপুর এলাকার বাসিন্দা খাইরুল মীরের আট বছর বয়সী ছেলেকে ‘ধরে নিয়ে যাওয়ার চেষ্টার’ অভিযোগে স্থানীয়রা ওই যুবককে পিটিয়ে মারাত্মক আহত করে।
পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার উদ্দিন বলেন, “আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার নাম-পরিচয় এখনো জানতে পারিনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।”