Published : 25 Jul 2024, 03:34 PM
মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীতে স্পিডবোট ডুবে নৌপুলিশের এক সদস্য নিখোঁজ রয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে পদ্মা নদীর হাজরা চ্যানেলে ঢেউয়ের ধাক্কায় স্পিডবোটটি উল্টে যায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি বলে উপজেলার চর জানাজাত নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. সালাম জানান।
নিখোঁজ মেজবাউদ্দিন (৫৬) চর জানাজাত নৌপুলিশ ফাঁড়ির কনস্টেবল ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলায়।
এসআই সালাম বলেন, “গত শুক্রবার বিকালে ট্রলারে করে যাত্রীরা পদ্মানদী পার হচ্ছে খবর পেয়ে চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির এসআই ইলিয়াস, এএসআই সুমন, কনস্টেবল আতাউর রহমান, নূরে আলম, মাইনুল ও মেজবাউদ্দিনের সমন্বয়ে একটি দল স্পিডবোট নিয়ে পদ্মায় টহলে যায়।
“পথে নদীর হাজরা চ্যানেলে তীব্র স্রোত এবং ঢেউয়ের ধাক্কায় স্পিডবোটটি উল্টে ডুবে যায়। এ সময় একটি ট্রলার এগিয়ে গেলে অন্যরা সাঁতরে তাতে উঠতে পারলেও মেজবাউদ্দিন তলিয়ে যান। এ সময় স্পিডবোটটিও স্রোতে তলিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায়নি।”
শুক্রবার থেকেই কোস্টগার্ড, নৌপুলিশ ও বিআইডব্লিউটিএ নদীর বিভিন্ন স্থানে নিখোঁজ নৌপুলিশ সদস্য ও স্পিডবোডটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বলে নৌপুলিশের এ কর্মকর্তা জানান।
তিনি বলেন, “পদ্মা নদীর বিভিন্ন স্থানে খোঁজ করেও মরদেহের সন্ধান মেলেনি। দুর্ঘটনার পর খবর পেয়ে মেজবাউদ্দিনের সন্তানেরা এসেছিল। আমরা সবাই ব্যথিত এই দুর্ঘটনায়।”
চরজানাজাত নৌপুলিশের ওসি আনিসুর রহমান বলেন, “মেজবাউদ্দিনের কোনো খোঁজ এখনও মেলেনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”