Published : 30 Jun 2025, 12:39 PM
‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহারের পর যশোরের বেনাপোল কাস্টমসে পুরোদমে কাজ শুরু হয়েছে। বন্দরে কর্মচাঞ্চল্য ফেরায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
দুই দিন পর সোমবার সকাল থেকে কাস্টমস ও বন্দরের কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে বলে জানান বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার।
তিনি বলেন, সকাল থেকে রাজস্ব কর্মকর্তারা কর্মস্থলে উপস্থিত থেকে পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন ও খালাস সংক্রান্ত সব কাজকর্ম পুরোদমে শুরু করেছেন। এতে সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানিও চলছে।
বন্দরে পণ্য উঠানামার কাজে হ্যান্ডেলিং শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে করছে বলে জানান বেনাপোল বন্দরের এই কর্মকর্তা।
বেনাপোলের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বলেন, সকালে কাস্টম হাউসের রাজস্ব যোদ্ধারা কর্মস্থলে যোগ দিয়েছেন। এতে ব্যবসায়ীরা খুব খুশি।
তিনি বলেন, “এক সপ্তাহ ধরে বন্দরে খালাসের অপেক্ষায় আমার ১৫ থেকে ২০ ট্রাকে বিভিন্ন ধরনের মালামাল আটকে রয়েছে। এর মধ্যে আকিজ প্রিন্টিং ইঙ্ক, হোলসিম সিমেন্ট ও বার্জার পেইন্টের কাঁচামাল আছে।
“কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি ও ‘কমপ্লিট শাটডাউনের’ কারণে এসব মালামাল বন্দর থেকে ছাড় করানো সম্ভব হয়নি। আমদানিকারকের ফ্যাক্টরিতে কাঁচামাল প্রায় শেষ হয়ে গেছে। দ্রুত এসব মালামাল ছাড় করানোর কাজ করছি।”
বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কাস্টম হাউজে সকাল থেকে কাজ চলছে। অনেক কাজ জমা পড়েছে তাই বিভিন্ন সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন।
বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, “এখন কাস্টম হাউজে আছি। কাজ করছি। বিভিন্ন ফ্যাক্টরির তিন কনসাইনমেন্ট পণ্যে শুল্ককর পরিশোধ করার পরও পণ্য খালাস নিতে পারি নাই।
“সেটা ছাড় করার পাশাপাশি পাঁচটা কনসাইনমেন্টের কাজ চলমান রয়েছে। এসব পণ্য দ্রুত ফ্যাক্টরিতে প্রয়োজন, তাই স্টাফদের নিয়ে পরীক্ষণ, শুল্কায়ন ও পণ্যচালান খালাসের কাজে ব্যস্ত আছি।“
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ দাবিতে এক সপ্তাহের কলম বিরতি, অবস্থান কর্মসূচি ও সবশেষ দুই দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
এতে দেশের অন্য স্থলবন্দরগুলোর ন্যায় বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তারাও কাজ বন্ধ করে কর্মসূচি পালন করেন।
রোববার ব্যবসায়ীদের বেশ কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন অর্থ উপদেষ্টা। বৈঠকে ‘ইতিবাচক আশ্বাসের’ ভিত্তিতে ব্যবসায়ী সমিতির নেতাদের মধ্যস্থতায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ শাটডাউন কর্মসূচি তুলে নেয়।
কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা
'কমপ্লিট শাটডাউন': বেনাপোলে দ্বিতীয় দিনের মত বন্ধ আমদানি-রপ্তানি