Published : 17 Feb 2025, 05:55 PM
লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও চিকিৎসক নেতাসহ ১৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মাহফুজুর রহমান ও সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বিষয়টি জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- লক্ষ্মীপুর জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জাকির হোসেন, রায়পুর পৌর তাঁতী লীগের আহ্বায়ক নুরউদ্দীন শিপলু ভাট এবং রায়পুর পৌর আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদ। বাকিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ জানায়, রোববার বিকালে স্বাচিপ নেতা জাকির হোসেনকে তার লক্ষ্মীপুর শহরের বাড়ি থেকে, আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদকে রায়পুরের বাড়ি ও তাঁতী লীগ নেতা শিপলু ভাটকে ঢাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
ওসি আব্দুল মোন্নাফ বলেন, ডাক্তার জাকিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া শিপলু ভাটকে গোয়েন্দা পুলিশ আটকের পর সদর থানায় হস্তান্তর করেছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ জেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৮২ জনকে আটক করা হয়েছে।