Published : 11 May 2023, 08:35 PM
বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন দগ্ধ ও একজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার বিকালে চরকাউয়া এলাকায় মেঘনা পেট্টোলিয়ামের একটি ট্যাংকারে এই ঘটনা ঘটে বলে বরিশাল ফায়ার সার্ভিসের উপ পরিচালক মো. মিজানুর রহমান জানান।
দগ্ধ তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন বাবুল কান্তি দাস (৬৪) ও স্বাধীন (২২)। নিখোঁজ রয়েছেন কাশেম নামের এক ব্যক্তি।
আহতরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. কুতুবউদ্দিন (৬০), মো. রুবেল হোসেন (৩০) এবং মো. কামাল হোসেন (৬০)।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে।
মেঘনা পেট্টোলিয়ামের বরিশাল ডিপো ম্যানেজার কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম থেকে প্রায় সাড়ে চার লাখ লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে ‘এমটি ইবাদী-১’ নামের একটি ট্যাংকার বরিশালে আসে।
“তেল খালাসের আগে ট্যাংকারের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে। এতে তেলের কোনো ক্ষতি হয়নি। তবে হতাহতের ঘটনা ঘটেছে।”
খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।
বিস্ফোরণে দগ্ধ কুতুবউদ্দিন বলেন, “তেলের ট্যাংকারে গ্যাস জমে। ওই গ্যাস বের করে তারপর ইঞ্জিন চালু করতে হয়। তেল খালাসের সময় গ্যাস বের না করে ইঞ্জিন চালু করতে গেলে বিস্ফোরণ ঘটতে বলে ধারণা করছি।”
ফায়ার সার্ভিসের মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সন্ধানে নদীতে তল্লাশি চলছে। আহত তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু বলেতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।