Published : 19 May 2025, 07:41 PM
সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের জামিন আবেদন আবারো নাকচ করেছেন আদালতের বিচারক।
মামলায় জিসানের পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী আওলাদ হোসেন বলেন, সোমবার দুপুরে দ্বিতীয় দফায় জামিন আবেদন করলেও শুনানি শেষে তা নাকচ করে দেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাঈনুদ্দিন কাদির।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের করা এক মামলায় গত ১২ মে রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার হন অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’র প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জিসান। একই মামলায় গ্রেপ্তার জিসানের বাবা এবং চাচাও এখন কারাগারে।
জিসান ও তার পরিবারের দুই সদস্যের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আওলাদ হোসেন, আইনজীবী শাহীন মাহমুদ, জিয়াউল ইসলাম কাজল, জাহিদুল হক দিপু ও আবু রায়হান।
শুনানি শেষে আওলাদ হোসেন বলেন, “মামলার ভেতরে তথ্যগত যে ত্রুটি রয়েছে, যেমন, মামলায় ৩৩৩ ধারা দিলেও পুলিশের গ্রিভিয়াস হার্টের (গুরুতর আঘাত) কথা উল্লেখ করলেও তার সঙ্গে সাপোর্টিং কোনো মেডিকেল রিপোর্ট নাই। তাছাড়া, জিসান সাংবাদিক, জুলাই আন্দোলনে তার ও তার চাচা ফুড ব্লগার শওকত মিথুনের ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ভূমিকা ছিল। বিষয়টি আমরা আদালতে দ্বিতীয় দিনের মত উপস্থাপন করেছি। আদালত জামিন আবেদন মঞ্জুর না করলেও তিনদিনের মধ্যে পুলিশকে গ্রিভিয়াস হার্টের মেডিকেল রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন।”
“আগামী বৃহস্পতিবার পুলিশের মেডিকেল রিপোর্ট পাওয়ার পর পুনরায় শুনানি হবে”, বলেন এ আইনজীবী।
এর আগে গত বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হায়দার আলীও এই আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এদিকে, বেলা ১১টার দিকে সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের মুক্তি ও মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবিতে আদালতপাড়ায় মানববন্ধন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
রোববার দুপুরে চাষাঢ়ায় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচি থেকে জিসানের মুক্তির দাবি জানান বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে সাংবাদিক জিসানের মুক্তি ও 'হয়রানি' বন্ধের দাবি