Published : 15 May 2025, 12:52 PM
লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুর বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল মাঝি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন জানান।
নিহত মোসলেহ উদ্দিন (৩৫) লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের শফিক উদ্দিনের ছেলে।
তিন ছেলে-মেয়ের জনক মোসলেহ গত দুই মাস ধরে স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ছিলেন।
স্থানীয়রা বলছেন, মোসলেহ মাদকসেবী ছিলেন। সম্প্রতি এলাকায় গাঁজাসহ এলাকার লোকজনের কাছে ধরাও পড়েছিলেন।
স্ত্রী রুনা আক্তার বলেন, “রাত ১টার দিকে মোসলেহ ঘুম থেকে উঠে বাইরে যায়। এরপর আর ফেরেনি। সকালে উঠে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এ সময় আমার চিৎকারে সবাই ছুটে আসে।”
তবে কী কারণে ঘটনাটি ঘটিছে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি রুনা।
নিহতের শ্বশুর কামাল মাঝি বলেন, “ফজর নামাজ পড়ে এসে দেখি, মোসলেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছে ঝুলে আছে। কী কারণে ঘটনাটি ঘটেছে আমরা তা নিশ্চিত নই।”
পরিদর্শক জাহাঙ্গীর বলেন, মোসলেহর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।