Published : 10 Jan 2024, 01:05 PM
ফরিদপুরের মধুখালী এলাকার বিল থেকে উদ্ধার মাথার খুলি ও হাড়ের ডিএনএ পরীক্ষা শেষে অজ্ঞাত লাশের পরিচয় পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় দুই আসামি গ্রেপ্তার হয়েছেন।
শনিবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারের বিষয়টি জানান ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান।
তিনি জানান, ২০২২ সালের ৬ সেপ্টেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার খর্দ্দ মেঘচামী খাসকান্দি গ্রামের আকিদুল মোল্যার ছেলে আল আমিন মোল্যা (১৭) নিখোঁজ হয়।
এর প্রায় দুমাস পর পাশের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ছাইভাঙ্গা নামে এক বিল থেকে মাথার খুলিসহ কিছু হাড়গোড় উদ্ধার করে পুলিশ।
পরনে প্যান্টের বেল্ট দেখে ওই খুলি ও হাড়গোড় নিজের ছেলের বলে দাবি করেন আল আমিনের বাবা আকিদুল মোল্যা।
পরে ওই বছরের ৩১ নভেম্বর তিনি বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকার ফরেনসিক ল্যাবে মা-বাবার ও উদ্ধার হওয়া হাড়গোড়ের ডিএনএ পরীক্ষার ফল পেয়ে লাশটি আল আমিনের বলে নিশ্চিত হয় পুলিশ।
এ কিশোর হত্যার ঘটনায় করা মামলায় গত শুক্রবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আলমগীরের দেওয়া তথ্যে ওইদিন গভীর রাতে অপর আসামি মনির শেখকে বালিয়াকান্দির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে হত্যার কাজে ব্যবহৃত একটি চাপাতি জব্দ করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এ হত্যার কথা স্বীকার করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মোহম্মদ আব্দুল্লাহ বিন কালাম, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]