Published : 05 Apr 2025, 07:24 PM
সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে চার ভাইয়ের মধ্যে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে।
কলারোয়া থানার ওসি সামসুল আরেফিন বলেন, শনিবার সকালে বোয়ালিয়া গ্রামের শেখপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মোশাররফ হোসেন শেখপাড়ার মৃত ফজর আলীর ছেলে। মারামারিতে গুরতর আহত আরেক ভাই আবুল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক দুই ভাই হলেন সোহরাব হোসেন ও আশরাফ হোসেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, শেখপাড়ার পাশের নৌখালে শনিবার সকালে মোশাররফ হোসেন ও সোহরাব হোসেন মাছ ধরছিলেন। সেখানে মাছ ধরা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। খবর পেয়ে সেখানে যান আবুল হোসেন ও আশারাফ হোসেন। এরপর সেখানে চার ভাইয়ের তুমুল মারামারি হয়।
ওসি বলেন, মারামারির একপর্যায়ে সোহরাব হোসেন ছুরি দিয়ে মোশাররফ ও আবুলকে আঘাত করেন।