Published : 03 Jul 2025, 03:49 PM
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান।
মৃতরা হল- শাল্লা ইউনিয়নের সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৫) এবং মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভির মিয়া (৫)।
ওসি শফিকুল ইসলাম বলেন, আকিব তার মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে যায়। সকালে সেখানে স্থানীয় শিশু তানভিরের সঙ্গে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।
“পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।”
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান শাল্লা থানার ওসি।