Published : 27 May 2025, 11:13 AM
মৎস্য সম্পদ ও জীববৈচিত্র রক্ষায় গোপালগঞ্জে সাড়ে পাঁচ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর বিলে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।
পরে বিকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে উদ্ধারকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
ইউএনও মঈনুল হক বলেন, কিছু অসাধু মৎস্য শিকারী গোপালপুর বিলে অবৈধ চায়না দুয়ারী (ম্যাজিক) জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ শিকার করছিল। এ জালের ফাঁদে দেশীয় প্রজাতির মাছের পাশাপাশি শামুক, কাকড়া, কুচিয়াসহ জীববৈচিত্র বিলুপ্ত হচ্ছে।
তাই মাছ ও জীব বৈচিত্র রক্ষায় ওই বিলে পরিচালনা করে অভিযান উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। অভিযানে সাড়ে ৫ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধারের পর ধ্বংস করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তোগীর, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় উপস্থিত ছিলেন।
দেশীয় মৎস সম্পদ, জীববৈচিত্র রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।