Published : 29 Jun 2023, 04:39 PM
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ঈদগাঁ মাঠে লাখো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে কোরবানির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল ৮টার পরিবর্তে কিছুটা দেরিতে সকাল সাড়ে ৮টায় গোর-এ শহীদ ঈদগাঁ মাঠে ঈদের নামাজ শুরু হয়।
নামাজে ইমামতি করেন দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল ইসলাম কাসেমী।
নামাজ শেষে দেশ ও জাতির ঐক্য, শান্তি ও সমৃদ্ধিসহ বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
নামাজে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ অংশগ্রহণ করেন।
প্রায় ২৩ একর এলাকাজুড়ে সাত লাখ মানুষের ধারণক্ষমতার এই ঈদগাঁ মাঠে এবার মানুষের উপস্থিতি বিগত বছরগুলোর তুলনায় বেশ কম ছিল। তবে আয়োজকদের দাবি এবারের ঈদ জামাতে প্রায় দুই লাখ মানুষ অংশ নিয়েছেন।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বৈরি আবহাওয়ায় এবার আশানুরূপ মানুষ উপস্থিত না হলেও প্রায় দুই লক্ষ মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
তিনি গোর-এ শহীদ ঈদগাঁ মাঠে ঈদের জামাতে অংশ নিতে দূর-দূরান্তের মানুষের যাতায়াতের সুবিধার্থে ঠাকুরগাঁও- দিনাজপুর এবং পার্বতীপুর-দিনাজপুর রুটে দুটি বিশেষ ট্রেন ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানান।
স্থানীয়রা জানান, দিনাজপুরে বুধবার দিনে এবং রাতে বৃষ্টির কারণে মাঠে নামাজ অনুষ্ঠান নিয়ে সন্দিহান ছিলেন অনেকে। তবে ভোর থেকে আর বৃষ্টি না হওয়ায় মাঠ কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের আগেই মাঠের পানি নিষ্কাশন করে নামাজ উপযোগী করে তোলেন।
দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে স্বাধীনতার আগ থেকে ঈদের জামাত হয়ে এলেও ২০১৭ সাল থেকে এখানে নতুন পরিসরে জামাত অনুষ্ঠিত হয়।
ময়দান সম্প্রসারণের পাশাপাশি বিশাল মিনার স্থাপন করা হয়। ৫১৭ ফুট দৈর্ঘে্যর এই ঈদগাঁহের মিনারে আছে ৫২টি গম্বুজ। মূল মিম্বরের উচ্চতা ৫৫ ফুট। দুই পাশের মিনারের উচ্চতা ৬০ ফুট আর মাঝের দুটির ৫০ ফুট।
দিনাজপুরের এই ঈদগাঁ মিনার ও ঈদ জামাত নিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী আরিফা আক্তার আঁখির আঁকা ছবি এবার কোরবানির ঈদ উপলক্ষে সরকার প্রধানের শুভেচ্ছা কার্ডেও স্থান পেয়েছে।