Published : 08 Oct 2023, 06:55 PM
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামে জিঞ্জিরাম নদীতে এ ঘটনা ঘটে বলে জানান ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
নিহত আমিনুল ইসলাম (২২) ওই গ্রামের মো. স্বাধীন মিয়ার ছেলে। সম্প্রতি তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।
স্বজনদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমিনুল তার দুই বন্ধুকে নিয়ে জিঞ্জিরাম নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে নদীতে গোসল করতে নেমে স্রোতে ডুবে নিখোঁজ হন তিনি।
পরে খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: