Published : 30 May 2025, 09:20 PM
ঝিনাইদহ শহরে আম কেটে খাওয়ার এক পর্যায়ে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন হয়েছেন।
শুক্রবার বিকালে শহরের ব্যাপারিপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।
কুড়ি বছর বয়সি নিহত জীবন হোসেন শহরের হামদো মোল্লাপাড়ার রজব আলির ছেলে।
স্থানীয়দের বরাতে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েক বন্ধু মিলে শহরের ব্যাপারিপাড়ার আজগর অলির বাড়ির নামনে বসে ছুরি দিয়ে আম কেটে খাচ্ছিলেন। হঠাৎ তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক বাঁধে। এক পর্যায়ে অন্য বন্ধুরা আম কাটার ছুরি দিয়ে জীবনের বুকে উপযপরি আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা সেখান থেকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী নিয়ে তাদের মধ্যে তর্ক হয়েছে সে বিষয়টি জানাতে পারেননি কেউ।
ওসি বলেন, লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।