Published : 09 May 2025, 04:52 PM
ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আওয়ামী লীগের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে আলফাডাঙ্গা থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, বৃহস্পতিবার রাতভর বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান হাই (৬৩), দাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য নাজিমুদ্দিন (৪০), রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (৪৫), রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরু শরীফ (৪২) এবং একই উপজেলার রূপাপাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টুটুল মিয়া ৩৮)।
মামলার বরাতে পুলিশ জানায়, ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সরদারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সরদার।
এ মামলায় পাশের বোয়ালমারী উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকেও আসামি করা হয়। এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার আসামিদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে বোয়ালমারী থানা ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের পাঁচজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে তাদের আলফাডাঙ্গা থানায় নেওয়া হয়েছে।
আলফাডাঙ্গা থানাও ওসি মো. হারুন অর রশিদ বলেন, অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।