Published : 18 Jul 2024, 03:13 PM
টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ-সাংবাদিকসহ কমপক্ষে অর্ধশত জন আহত হয়েছেন।
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীরা জড়ো হয়। তারা নানা ধরনের স্লোগান দিয়ে উত্তাল করে তোলে।
প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাওয়ার সময় পুরাতন বাসস্ট্যান্ডে পুলিশি বাধার মুখে পড়েন।
এ সময় হঠাৎ করেই আন্দোলনকারীদের ওপর নির্বিচারে লাঠিপেটা শুরু করে পুলিশ। শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকরাও মারধরের শিকার হন। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।
বেলা সাড়ে ১১টার পর থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সর্বশেষ উভয় পক্ষ শহরের নিরালা মোড়ে অবস্থান নেয়।
আন্দোলনকারীরা জানান, তাদের কমপক্ষে ৩৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর বলেন, “শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট বা কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা হয়নি। দুষ্কৃতকারী ও বহিরাগতরা এসে আন্দোলনে যোগ দিলে পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করে।”