Published : 11 Jun 2025, 12:25 PM
যশোরের শার্শা উপজেলায় ‘পূর্ব শত্রুতার জেরে’ এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে যশোরের (নাভারন সার্কেল) সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানিয়েছেন।
নিহত ৩০ বছর বয়সী লিটন হোসেন দুর্গাপুর গ্রামের আজগার আলির ছেলে।
সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, “রাতে লিটন বাড়ির পাশে বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় ৩-৪ জন সন্ত্রাসী তাকে কুপিয়ে জখম করে।
“লিটনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর মৃত্যু হয়।”
তিনি বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত দের আটকের চেষ্টা চলছে।”
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, “লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। পূর্ব শত্রুতার জেরে ৩-৪ জন সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনায় জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে বলে শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম জানান।