Published : 07 Jan 2025, 01:07 AM
নরসিংদীতে প্রতারণার মাধ্যমে ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০ মামলায় ওয়ারেন্টভুক্তসহ ৩০ মামলার আসামি রহমত উল্লাহ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে গাজীপুরের পূবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।
গ্রেপ্তার ৪৬ বছর বয়সি রহমত নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি রড-সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে পুলিশ সুপার আব্দুল হান্নান সাংবাদিকদের বলেন, “রহমত ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে নিজ এলাকার বিভিন্ন মানুষকে মুনাফার লোভ দেখিয়ে ও প্রতারণার মাধ্যমে কমপক্ষে ৩০ জনের কাছ থেকে ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করেন।
“রহমত ভুয়া এতিমখানা দেখিয়ে একটি বিদেশি এজেন্সির কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা এবং রায়পুরায় একটি মাদ্রাসা নির্মাণে রড-সিমেন্ট দেওয়ার কথা বলে ২০ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনা সদস্যদের বাড়ি নির্মাণে রড-সিমেন্ট দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন।”
সব মিলিয়ে ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করে ২০২৩ সাল থেকে রহমত গা ঢাকা দেন বলে জানান পুলিশ সুপার।
তিনি বলেন, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন। এর মধ্যে রহমতের বিরুদ্ধে শিবপুর মডেল থানার ২০টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
তথ্য-প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশ প্রায় চার মাসের চেষ্টায় রহমতের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানান পুলিশ সুপার আব্দুল হান্নান।
রহমত গাজীপুরের মাজুখান এলাকায় রিকশাচালকের ছদ্মবেশে ছিলেন বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।