Published : 09 Jun 2024, 12:11 AM
নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা শফি আহমেদের স্মরণে সভা করেছে আওয়ামী লীগ।
শনিবার বিকালে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, এদেশের গণতন্ত্র রক্ষায় শফি আহমেদ ও মানু মজুমদার আজীবন লড়াই-সংগ্রাম করেছেন। তাদের ত্যাগ ও অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সংসদ সদস্য নাসিম বলেন, আওয়ামী লীগের এ দুই নেতা সারাজীবন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। সেজন্য তারা জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন। তাদের স্বপ্ন পূরণের মধ্য দিয়েই আমরা তাদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আওয়ামী লীগের সব নেতাকর্মী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামছুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, আহমেদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল।
২১ মে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিরোধযোদ্ধা মানু মজুমদার ভারতের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
অপরদিকে ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী উত্তরার একটি হাসপাতালে মারা যান জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শফি আহমেদ।
শফি আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোণার মদন উপজেলার মাখনা গ্রামে।