Published : 29 Jun 2025, 10:32 AM
কুমিল্লায় ৭ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের আট দিন পর জামালপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় আটক করা হয়েছে অপহরণকারী চক্রের দুই সদস্যকে।
শনিবার রাত ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম।
উদ্ধার হওয়া মাদ্রাসা শিক্ষার্থী রাসেল হোসেন রাফি কুমিল্লার মনোহরগঞ্জ থানার মিরুয়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
আটক হওয়া মো. সোহেল (৩৭) জামালপুর সদরের ছনটিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র এবং ইমরান হোসেন (২১) নোয়াখালীর চাটখিল থানার মনোহরপুর গ্রামের মৃত দুলাল হোসের পুত্র।
কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, গত ২১ জুন কুমিল্লার মনোহরগঞ্জের একটি মাদ্রাসা থেকে রাফিকে অপহরণ করে একটি চক্র। তারা রাফির জন্য ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে শিশুটির মা রোজিনা বেগম মনোহরগঞ্জ থানায় একটি মামলা করে।
শিশুটিকে অপহরণের পর চক্রটি বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে৷ এক পর্যায়ে শনিবার রাতে জামালপুর সদরের ছনটিয়া এলাকায় তাদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় র্যাব।
অভিযানে শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি সোহেল ও ইমরান নামের দুইজনকে আটক করতে সক্ষম হয় র্যাব।
কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম আরও বলেন, আটকরা প্রত্যেকে দুটি করে গেঞ্জি ও শার্ট পরা ছিলেন। পরিচয় গোপনে দ্রুত পোশাক পরিবর্তনের কৌশল হিসেবে তারা সেগুলো ব্যবহার করতেন।
উদ্ধার করা শিশুটিকে পরিবারের কাছে এবং আটক আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।