Published : 28 Jan 2025, 06:57 PM
রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতির কারণে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। লোকে লোকারণ্য রেলস্টেশনটি এখন সুনসান।
তবে যাত্রীরা বাধ্য হয়ে সড়কপথে গন্তব্যে ছুটছেন। এ ছাড়া রেল চলাচল বন্ধ থাকায় আর্থিক ক্ষতির পাশাপাশি অলস সময় পার করছেন স্টেশনের শ্রমিকরা।
মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশন ফাঁকা তবে কয়েকজন যাত্রী থাকলেও তারা জানেন না এই কর্মবিরতির কথা। অনেকেই এসেছেন কবে নাগাদ ট্রেন চলাচল করবে তা জানার জন্য।
রেলস্টেশনে বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামের কামাল মিয়ার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকেন। তিনি বলেন, “আমি বিদেশে যাব। আমার আরব-আমিরাতের ফ্লাইট বুধবার ভোর ৫টায়। ট্রেনে বিমানবন্দরে গেলে সুবিধা হয়। এ জন্য আসছিলাম দেখার জন্য ট্রেন চলে কি-না।
“ফেইসবুকে নিউজ দেখেছি, ট্রেন বন্ধ কিন্তু তাও অন্যভাবে ঢাকা যাওয়ার চেয়ে স্টেশনে দেখে গেলাম ট্রেন চলাচল করে কি-না।”
টিকেট কেটেছিলেন কি-না প্রশ্ন করলে তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে কাউন্টার থেকে কখনই টিকেট পাইনি। ট্রেন ছাড়ার ১০ মিনিট আগে স্টেশনে আসলেই ব্ল্যাকার থেকে টিকেট কিনি। এভাবেই সবসময়ই যাতায়াত করতে হয়।”
এদিকে দাবি আদায়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান নিয়েছেন রেলওয়ে কর্মচারীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
স্টেশনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে তৃতীয় বর্ষে শিক্ষার্থী রাকিব ও সুমনের সঙ্গে কথা হয়। তারা জানান, রাতের ট্রেনে কক্সবাজার যেতে টিকেট কেটেছিলেন তারা। ঢাকা থেকে কয়েকজন বন্ধু ট্রেনে আসবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের সঙ্গে যুক্ত হবেন। কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকায় আর তাদের কক্সবাজার যাওয়া হচ্ছে না।
দুইজনেরই মন খারাপ থাকায় স্টেশনে ঘুরতে এসেছেন বলে জানান তারা।
যাত্রী দুর্ভোগের কথা স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান বলেন, ট্রেন চলাচল বন্ধ থাকায় সবকিছু স্থবির হয়ে পড়েছে। কন্ট্রোলরুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশা তার।